কুমিল্লায় কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ জন নিহত

 

দূর্ঘটনা
কুমিল্লায় কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ জন নিহত

পিবিএ,কুমিল্লা: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় একটি ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে শ্রমিকদের থাকার ঘরের ওপর পড়ে ১৩ জনের নিহত হয়েছে, নিহতরা সবাই পুরুষ, তারা ওই ইট ভাটায় কাজ করতেন। তবে তাদের বিস্তারিত নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানার ওসি মাহফুজুর রহমান জানান শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামের একটি ইটভাটার এ ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজির আহমেদ বলেন ওই ট্রাকে করে ভাটার জন্য কয়লা নিয়ে আসা হয়েছিল। কয়লার স্তূপের পাশেই একটি ঘরে শ্রমিকদের থাকার ব্যবস্থা করেছিল ভাটার মালিকপক্ষ। ঘটনা যখন ঘটে তখন শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন।
“ট্রাকের চালক কয়লা নামানোর জন্য ব্যাক গিয়ারে স্তূপের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি তখন উল্টে ওই ঘরের ওপর পড়ে।”
এতে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক শ্রমিক।
আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজির আহমেদ জানান।

নিহতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকার উপজেলার নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (৩০), সুনীল চন্দ্র রায়ের ছেলে তপন চন্দ্র রায় (২৫), জাহাঙ্গীর আলমের ছেলে মো. সেলিম (২৮), রাম প্রসাদের ছেলে বিপ্লব (১৯), কিশোর চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায় (২২), অমল চন্দ্র রায়ের ছেলে দিপু চন্দ্র রায় (১৯), কামিক্ষার ছেলে অমিত চন্দ্র রায় (২০), পাঠানপাড়া গ্রামের নুর আলমের ছেলে মোরসালিন (১৮), ফজলুল করিমের ছেলে মো. মাসুম(১৮), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), খোকা চন্দ্র রায়ের ছেলে মৃণাল চন্দ্র রায় (২১), রাজবাড়ি গ্রামের খোকা চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় (২৮), ধলু চন্দ্র রায়ের ছেলে কলেক চন্দ্র রায় (৩৫)।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...