পিবিএ,আসাদুজ্জামান স্টালিন, জলঢাকা : কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লার ট্রাকচাপায় নিহত ১৩ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন। আজ শনিবার সকাল ৮টায় স্বজনদরে কাছে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করনে নীলফামারী জেলা প্রশাসক বগেম নাজিয়া শিরিন। এ সময় প্রত্যেক নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ১টি করে কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়।
এর আগে জলঢাকা উপজলোর শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি কর্নময়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃতদেহগুলো হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করে উপজলো প্রশাসন।এ সময় উপজলো নর্বিাহী অফিসার সুজা উদ দৌলা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমশিনার সুভাশিষ চাকমা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক উপস্থতি ছলিনে।
মরদেহ হস্তান্তররে সময় বিদ্যালয় প্রাঙ্গনে সমবতে হাজারো মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়ে। স্বজনরা ভেঙে পড়ে কান্নায়। তাদরে আহাজারিতে ভারী হয়ে উঠে পুরো এলাকা। নিহত ১৩ জনের মধ্যে ১০ জন হিন্দু সম্প্রদায় ও তিন জন মুসলমি সম্প্রদায়রের।
নিহত সেলিমের চাচা হাফিজুল বেগ বলনে, সংসারে সেলিমই ছিল একমাত্র আয় করার মানুষ। তার অকাল মৃত্যুতে পুরো পরবিারটি অন্ধকারে পড়ে গলে। সরকার থেকে যে সামান্য টাকা দয়ো হয়েছে তাতে আর কয়দিন চলবে। আগামী দিনগুলো কীভাবে কাটবে এটি এখন প্রধান ভাবনা। তাই র্দীঘস্থায়ী সহায়তা সরকাররে কাছ থেকে পাওয়া গেলে পরিবারটি দু’বলো দু’মুঠো খেয়ে পরে বাঁচতে পারতো।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন মরদহে হস্তান্তরকালে বলেন, নিহতদের সরকারিভাবে নগদ কিছু টাকা, শুকনো খাবার, শীতবস্ত্র দেওয়া হয়েছে। তবে ক্ষতগ্রিস্থ পরবিারগুলো দরিদ্র হওয়ার কারনে তাদরে রয়েছে আর্থিক দৈন্যতা। তাদের সহায়তা সরকাররে নিরাপত্তা বেষ্টনির আওতায় এনে সার্বিক সহায়তা দেওয়া হবে।
চয়োরম্যান হামদিুল হক জানান, একই স্থান থকেে মীরগঞ্জ ইউনয়িনরে মৃতদহেগুলোও হস্তান্তর করা হয়। আজ সকালে শমিুলবাড়ি ও মীরগঞ্জ এলাকায় লাশ নয়িে আসা হয় কার্ভাড ভ্যান।ে এখানকার আনুষ্ঠানকিতা শষে করে নহিতরে পরবিার বাকি কাজগুলো সম্পন্ন করবে বলে জানান চয়োরম্যান।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে ইট ভাটায় কয়লা বোঝাই ট্রাকচাপায় নিহত হন ১৩ জন শ্রমিক। তাদের সবার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজলোয়। নিহতদরে মধ্যে শিমুলবাড়ি ইউনয়িনে ৪ জন এবং মীরগঞ্জ ইউনিয়নের ৯ জন।
পিবিএ/জিজি