কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে” পালিত

Comilla police rally-PBA 4

পিবিএ,কুমিল্লা: কুমিল্লায় “পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯” পালন করা হয়েছে। শুক্রবার(১ মার্চ) জেলা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পুলিশ লাইন্সে দিবসটি পালন করা হয়। সকাল ১০ টায় পুলিশ সুপার কার্যালয় থেকে র‍্যালীর মাধ্যমে “পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯” উদযাপন কার্যক্রম শুরু হয়। এরপর কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ২০১৭ সাল ও এর পূর্ববর্তী সময়ে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের ৪৯ টি পরিবারকে সংবর্ধনা এবং আলোচনা সভা করা হয়।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম পিপিএম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। এতে কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমসহ কুমিল্লা জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...