কুমিল্লায় বিজিবি-বিএসএফ যৌথ অনুশীলন

মনির হোসেন, পিবিএ, কুমিল্লা: বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ) যৌথ অনুশীলন‘‘ময়নামতি মৈত্রী’’ নামে ২৭-২৮ ফেব্রুয়ারি কুমিল্লা বিবির বাজার আইসিপি এলাকায় পরিচালনা করা হয়েছে। বর্ডাও গার্ড বাংলাদেশ,উত্তর-পূর্ব রিজিয়ণ সদর দপ্তর,সরাইল,বিজিবি কুমিল্লা সেক্টরের দিকনির্দেশনায় বিএসএফ এর সহযোগিতায় বিজিবি-বিএসএফ যৌথ অনুশীলন-২০১৯ এর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। কুমিল্লা (১০ বিজিবি) এর বিজিবি সদস্যবৃন্দ এবং ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন এর বিএসএফ সদস্যবৃন্দ অনুশীলনে অংশগ্রহণ করে।

সীমান্ত রক্ষী দুই বাহিনীর মধ্যে সীশান্ত ব্যবস্থাপনাসহ যৌথ আভিযানিক দক্ষতা অধিক কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা জেলার বিবির বাজার সীমান্তে চোরাচালান ও অপরাধীদের কার্যক্রম প্রতিরোধের উদ্দেশ্যে উক্ত যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়। উভয় বাহিনীর সদস্যরা বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন স্থানে যৌথ তল্লাশী,টলন,অবৈধ গুদামজাতকরণ,চোরাচালান প্রতিরোধ,পতাকা বৈঠক ইত্যাদি বিষয়ের উপর অনুশীলন করে।

আজ বৃহস্পতিবার বিকালে যৌথ অনুশীলন এর সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে,রিজিয়ন কমান্ডার,রিজিয়ন সদও দপ্তর,সরাইল,প্রতিপক্ষ বিএসএফ এর ডিআইজি,ফ্রন্টিয়ার সদও দপ্তর,সেক্টর কমান্ডার,বিজিবি কুমিল্লা,কমান্ড্যান্ট,সেক্টর সদর বিএসএফ অধিনায়ক,কুমিল্লা,কুমিল্লা ব্যালিয়ন(১০ বিজিবি),জেলা প্রশাসক,পুলিশ সুপার,কুমিল্লা জেলা এবং স্টাফ অফিসার বিএসএফ ও অন্যান্য বিএসএফ সদস্যগণ এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই যৌথ অনুশীলনে ৩০ জন বিজিবি এবং ৩০ জন বিএসএফ সদস্য অংশ গ্রহণ করে।

পিবিএ/ এমএইচ/জেডআই

আরও পড়ুন...