পিবিএ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে ফ্যামিলি হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের ডাক্তারের অপচিকিৎসায় কারণে ১৯ বছর বয়সী এক গর্ভবতীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। প্রসূতি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ভূইয়া বাড়ির মেয়ে।
প্রসূতি মেয়েটির মা বলেন, সিজার করানোর জন্যে প্রথমে ডাক্তার তার মেয়েকে অজ্ঞান করার জন্য ইনজেকশন পুশ করেন। আধা ঘন্টার মধ্যেই মেয়েটির শরীরে মারাত্মক যন্ত্রণা শুরু হয় এবং চেহারা পরিবর্তন হতে শুরু করে। তড়িঘড়ি করে এম্বুলেন্সে উঠানোর সাথে সাথেই মেয়েটি মারা যায়।
পরিবারের লোকজন দাবী করছেন, ভুল চিকিৎসা দিয়ে ডাক্তার তাদের মেয়েকে মেরে ফেলেছেন। এটি কোন স্বাভাবিক মৃত্যু নয় তাকে হত্যা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের বিরুদ্ধে সরাসরি এমন অভিযোগ অভিভাবকদের।
পিবিএ/এমএসএম