কুমিল্লায় শুক্রবারে কবুতরের হাট

পিবিএ,কুমিল্লা: আমরা হাট বা বাজার শুনলেই মনে করি সেখানে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। কিন্তু কুমিল্লায় শুক্রবার আসলে বসে বলারামপুর দিদার সমিতির সংল্গনে এই ব্যতিক্রমধর্মী কবুতরের হাট।

সেখানে আছে-ব্লু হেনা, লাক্ষ্যা, হলুদ পোর্টার, সিলভার সিরাজীসহ রং-বেরং এর দেশি-বিদেশি দুর্লভ প্রজাতির কবুতর। হাটের আয়োজকরা জানান, কুমিল্লা ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক কবুতরের খামার রয়েছে। এসব খামার থেকে অনেক বেকার যুবক জীবিকা নির্বাহ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও সৌখিন পায়রা পালকরা কুমিল্লা এসব খামার থেকে বিভিন্ন দুর্লভ জাতের কবুতর ক্রয় করে নিয়ে যায়। এতো দিন ব্যবসায়ী ও সৌখিন পায়রা পালকরা কুমিল্লার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা পায়রা খামার ঘুরে ঘুরে পায়রা ক্রয় করতেন।

ক্রেতা ও বিক্রেতার সুবিধার্থে কুমিল্লা আদর্শ সদর বলারামপুর দিদার সমিতির সংল্গনে বসিয়েছে এই পায়রার হাট। এ হাটে সর্বনিম্ন দুইশ’ টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত এক জোড়া কবুতর বিক্রি হচ্ছে। আয়োজকরা আরো জানান, হাট সপ্তাহের প্রতি শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

পিবিএ/এমএইচ/এমএসএম

আরও পড়ুন...