পিবিএ,কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে ভোক্তা অধিকার আইনে ৯ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার বাজার মনিটরিং সেল। সোমবার (২৭মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুিমল্লা জেলা সহকারী পরিচালক আসাদুল ইসলাম’র নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সিনেটারী ইনিস্পেক্টর কামরুন্নাহার, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মোশার রফ হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ।
ভোক্তা অধিকার বাজার মনিটরিং সেল’র অভিযান চলাকালে দেবীদ্বার মাংস বাজারে মূল্য তালিকা না থাকায় এবং ওজনে কারচুপির অভিযোগে ৩ মাংস দোকানদারকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার এবং অপর এক মাংস দোকানদারকে মূল্য তালিকা না রাখায় ৩ হাজার টাকা সহ ১৮ হাজার টাকা জরিমানা,
এছাড়াও স্বপন ষ্টোর্স, আশিক’র মূদী দোকান, হুমায়ুন কবির ফ্রেন্ডস সোসাইটি ষ্টোর্স সহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না রাখার অভিযোগে ৩হাজার টাকা করে ৯হাজার এবং সুয়ায়েব মোল্লার দেকানে সান চিপস রাকার দায়ে ২হাজার টাকা ও জনসেবা ফার্মেসীকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা এবং ঔষধ কোম্পানীর বিনামূল্যে সরবরাহকৃত সেম্পলগুলো বাজার মূল্যে বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা সহ মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুিমল্লা জেলা সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার আইন কার্যকর ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এ অভিযান। উক্ত অভিযান আগামি দিনগুলোতেও অব্যাহত থাকবে।
পিবিএ/এইচআর/আরআই