কুমিল্লা নাঙ্গলকোটে বর্তমান মেম্বারকে কুপিয়ে হত্যার চেষ্টার নেপথ্যে

পিবিএ,কুমিল্লা: কুমিল্লা নাঙ্গলকোট রায়কোট উত্তর ইউপি বর্তমান মেম্বার জসিম মোল্লাকে হত্যা চেষ্টার নেপথ্যে রয়েছে ঈদগাহের মাঠের পুকুরের সিঁড়ি তৈরি ও মাছ চাষের ইজারাকে কেন্দ্র করে। এলাকাবাসী বার্তা সংস্থা পিবিএকে জানান, পুকুরের মাছ চাষের ইজারা দেয়াকে কেন্দ্র করে বর্তমান মেম্বার জসিম মোল্লার সাথে কথা কাটাকাটি হয় আব্দুল হান্নান নামে এক ব্যক্তির সাথে। এলাকাবাসির সুবিধার জন্য ঈদগাহ পুকুরে সিঁড়ি তৈরি পদক্ষেপ নিলে তাতে বাঁধা দেয় হান্নান। পুকুরের সিঁড়ির প্রয়োজন থাকায় মেম্বার জসিম মোল্লা সিঁড়ি তৈরি পক্ষে অবস্থান নেন। পরবর্তিতে হান্নানের বাবার সমঝোতায় সিঁড়ি তৈরি করা হয়। কিন্তু গত ৩০ বছর যাবৎ হান্নানের পরিবার ঐ পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলো। ঐ ঘটনার পর হান্নান মাছ চাষ বন্ধ করে দেয় । ফলে এলাকাবাসি ৫০ হাজার টাকায় মানিক নামে এক ব্যক্তির কাছে পুকুরের ইজারে দেয়। এতে বাধা দেয় হান্নান। মানিক পুকুরে মাছ চাষ করেতে গেলে হান্নানের লোকজন বাঁধা দেয়। এলাকাবাসি এবং মেম্বার জসিম মোল্লা ঘটনাস্থালে গিয়ে হান্নানকে প্রতিরোধ করে । এক পর্যায়ে হান্নানের বাবা সাবেক মেম্বার ঘটনা স্থলে গিয়ে মাছ চাষে বাঁধা দেয় এবং বর্তমান মেম্বার জসিম মোল্লাকে চড় মারে। পরে হান্নান পুলিশ নিয়ে আসে। ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত পুকুরে মাছ চাষ করতে নিষেধ করে দিয়ে যায় পুলিশ। এবং সবাইকে পুকুরের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলে। মেম্বার জসিমের কন্যা অসুস্থ থাকায় চিকিৎসার জন্য ওই দিন থানায় উপস্থিত হতে পারেনি। এতে মেম্বর জসিমের উপর ক্ষিপ্ত হয় হান্নাান। মেম্বর ফিরে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ধারলো অস্ত্র দিয়ে বর্তমান মেম্বর জসিম মোল্লাকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে হান্নান ও তার দলবল।

এলাকাবাসী সূত্র জানা যায় মূলত ঈদগাহ্ মাঠের পুকুরের সিঁড়ি তৈরী ও মাছারে ইজারাকে কৈন্দ্র করে প্রতিহিংসার নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনাটি ঘটে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...