কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

পিবিএ,কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত বৃহত্তর বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের (বিডিএসএ) আয়োজনে বিভাগটির নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনের ৫০১ নং কক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত বৃহত্তর বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের (বিডিএসএ) আয়োজনে বিভাগটির নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, কুমিল্লাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম সরকার, কুমিল্লায় কর্মরত বরিশাল বিভাগরে ডা. এম কে ডালি, পিযুষ ভট্টাচার্য, ডিবি ওসি (তদন্ত) নাসির উদ্দিন আহমেদ, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে (১৩তম ব্যাচ) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ২০১২-১৩ সেশনের (৭ম ব্যাচ) শিক্ষার্থীদের মাঝে বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের মাঝে বই উপহার ও অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বরিশাল বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের দিক নির্দেশনসহ নানা বিষয়ে ধারনা দেন।

সবার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদেরকে সবার মাঝে ব্যাতীক্রম করে গড়ে তোলার আহবান করেন বক্তারা। অনুষ্ঠানে এছাড়াও বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পিবিএ/জেআই/আরআই

আরও পড়ুন...