কুমিল্লা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পেছাল

পিবিএ,ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে ৮ জন পুড়িয়ে হত্যা মামলায় হুকুমের আসামি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চার্জ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। রবিবার চার্জ গঠন শুনানির নির্ধারিত তারিখ থাকলেও আদালত আগামী ২১ আগস্ট নতুন দিন ধার্য করেছেন। কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন।

এই মামলায় বেগম খালেদা জিয়া জামিনে আছেন। অন্য মামলায় তিনি জেল হাজতে থাকায় তার আইনজীবীগণ সময় প্রার্থনা করলে আদালত সময় মঞ্জুর করেন। এ মামলার এক নম্বর আসামি জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও অপর আসামি বিএনপি’র উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জামিনে থেকে মামলায় হাজিরা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী কাইয়মুল হক রিংকু।

পিবিএ/বাখ

আরও পড়ুন...