কুমিল্লা সিটির একটি অভিভাবকহীন রাস্তা

পিবিএ, কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬ ও ১৭ নং ওয়ার্ডের মাঝে সুজানগর পূর্ব পাড়ার রাস্তাটি যেন অভিভাবকহীন । সিটি কর্পোরেশন হওয়ার পর উন্নয়নের ছোয়া যার ভাগ্যে ছোটেনি আজো। রাস্তার দুইপাশের ভর্তি হয়ে যাওয়া নিষ্কাশন নালার পানি ও গর্তের খোয়া বালু উঠে গোটা এলাকা সয়লাব হয়ে গেছে। সোমবার সকালে বৃষ্টি হওয়ায় রাস্তায় পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত রাস্তার সংস্কার হচ্ছে না বলেই এমন অবস্থা হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে গ্রামীণ রাস্তা ও সড়কগুলো যানবাহনের চলাচলের উপযোগীতা হারিয়েছে। খানাখন্দে এলাকার হয়ে বেহাল অবস্থায় পড়ে আছে। স্কুল, কলেজ, মাদরাসা, অফিস, ভবন, ব্রিজ-কালভার্টসহ অন্যান্য স্থাপনা নির্মাণ ও সংস্কারের চিত্রও হতাশাব্যঞ্জক। এলাকী উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
পিবিএ/এমআই

আরও পড়ুন...