পিবিএ ডেস্ক : কুম্ভমেলায় দু’কোটির বেশি পুণ্যার্থী শাহী স্নানে অংশ নেবেন। আজ রবিবার এ উপলক্ষে আশপাশের জেলাগুলি থেকে সঙ্গম শহরে ভিড় জমাতে শুরু করেছেন অগণিত মানুষ। পুণ্য স্নানকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধা-সামরিক বাহিনী। শনিবার থেকে পড়েছে বসন্ত পঞ্চমী। আর এই তিথিতেই অনুষ্ঠিত হয় কুম্ভমেলার তৃতীয় শাহী স্নান। মেলার আয়োজন সংস্থার প্রধান বিজয় কিরণ আনন্দ একথা জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের নানা স্তরের মানুষ সঙ্গমে আসতে শুরু করেছেন। অন্যদিকে, অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি জানিয়েছেন, ‘কুম্ভমেলায় তিনটি শাহী স্নান ও তিনটি পর্ব স্নান থাকে। মেলার মূল আকর্ষণ হল এই স্নান। আর এই শাহী স্নানের পরেই পুণ্য প্রাপ্তির লক্ষে ডুব দিতে পারবেন মানুষ।
গত ১৫ জানুয়ারি মকরসংক্রান্তিতে প্রথম শাহী স্নানের মাধ্যমে শুরু হয়েছে কুম্ভমেলা। এরপর দ্বিতীয় শাহী স্নানটি হয়েছে ৪ ফেব্রুয়ারি মৌনী অমাবশ্যায়। আগামী ৪ মার্চ মহাশিবরাত্রিতে শেষ স্নানের মাধ্যমে সমাপ্তি হবে কুম্ভমেলা।
পিবিএ/জিজি