উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়খালী): পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হয়েছে আন্তর্জাতিক উপকূল পরিছন্নতা দিবস। এ উপলক্ষে সৈকত পরিস্কার পরিচ্ছন্ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক গবেষণা সংস্থার ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইউএসএআইডি’র ইকোফিশ-২এর আয়োজন করে।
ব্লু-গার্ডের স্বেচ্ছাসেবকরা সৈকতে পড়ে থাকা ছেঁড়া জালসহ প্লাস্টিক বর্জ্য পরিস্কার পরিচ্ছন্ন করেন। একই সাথে সমুদ্র থেকে মাছ আহরণ শেষে তীরে ফেরা নৌকা থেকেও আবর্জনা সংগ্রহ করেন তারা।
পরে কুয়াকাটা সৈকত লাগোয়া পর্যটন পার্কের সামনে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মো.বাচ্চু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মো.আনসার আলী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো.আশিকুর রহমান, ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এর সহকারী গবেষণা মো.বখতিয়ার রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা ইকোফিশ টিএমএসএস ফিল্ড ফ্যাসিলিটর আবুল বাশার। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্যালি বের হয়।
ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এর সহকারী গবেষণা মো.বখতিয়ার রহমান বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ, প্রায় ৩.৫ কোটি মানুষ সমুদ্র উপকূলীয় অঞ্চলে বাস করেন। ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পটি সমুদ্র সৈকতে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীবন ও জীবিকার সহায়তার জন্য কাজ করছে।
তিনি আরও বলেন, কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, কলাপাড়া এবং চরফ্যাশন উপজেলাসহ দেশের মোট দশটি স্থানে ১৪০ জন ব্লু-গার্ডকে (স্থানীয় স্বেচ্ছাসেবক) সংযুক্ত করা হয়েছে। এসকল স্থানীয় স্বেচ্ছাসেবকগণ মাসে দুইবার সমুদ্র তীর থেকে প্লাস্টিক, ছেঁড়া জালসহ সমুদ্রের জন্য ক্ষতিকারক বর্জ্য ও আবর্জনা সংগ্রহের পাশাপাশি সমুদ্র থেকে মাছ আহরণ শেষে ফিরতি নৌকা থেকেও আবর্জনা সংগ্রহ করেন।