কুয়াকাটায় আবাসিক হোটেল মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালীর): কুয়াকাটায় আবাসিক হোটেল মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। মুখোশ পড়া ডাকাত দল বাড়ীর মালিকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির মালিক মানিক মিয়া, তার স্ত্রী ও কন্যা নিয়ে দু’টি রুমে রাতে ঘুমিয়ে ছিল। সোমবার গভীর রাতে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের হাত পা ও চোখ বেঁধে রাখে এবং মানিক মিয়াকে বেধড়ক মারধর করে। প্রায় দেড় ঘন্টা যাবৎ তছনছ করে ঘরে মালামাল। পরে প্রায় স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। তবে ৮-১০ জনের সবাই মুখোশ পড়া অবস্থায় থাকা কাউকে চিনতে পারেনি তাঁরা।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, ঘটনা শুনে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন...