কুষ্টিয়াতে শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

পিবিএ,কুষ্টিয়া: শীত জনিত কারণে শিশুদের অসুস্থতা মাত্রাতিক্ত হারে বেড়েছে। গত তিন দিনে কুষ্টিয়ায় শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসক নার্সদের। তবে আক্রান্তের মধ্যে ০ থেকে ৫ বছর বয়সী শিশুরাই বেশী এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ (এআরআই), জ্বর, ঠান্ডা কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে ওয়ার্ড সুত্রে জানাগেছে ।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির বিভাগসহ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে প্রায় হাজার খানেক শিশু রোগী । এদের বেশীর ভাগ রোগীই ঠান্ডা জনিত কারনে। সরকারি-বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ ও শিশু বিশেষজ্ঞদের প্রাইভেট চেম্বারে বাড়ছে অসুস্থ শিশু নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের ভীড়। এদিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের মাত্র ২৮ টি বেড থাকলেও দুপুর পর্যন্ত ২১ জন শিশু রোগী ভর্তিসহ বারান্দা ও মেঝেতে যত্র তত্র বিছানা করে চিকিৎসা নিচ্ছে ১শ ৩০ জন শিশু রোগী।

হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও স্বজনদের ভীড়ে শিশু ওয়ার্ডটি যেন মেছোহাটে পরিণত হয়েছে। কর্তব্যরত নার্স জানান, ওয়ার্ডটি আগে ২০ টি শয্যা ছিল রোগীর কথা চিন্তা করে কর্তৃপক্ষ আরো ৮ টি শয্যা বাড়ানো হয়েছে। মাত্র ২৮ টি শয্যার স্থলে চিকিৎসাধীন রয়েছে ১শ ৩০ জন শিশু রোগী। তাদের চিকিৎসা সেবা দিতে দুই থেকে ৪ জন সিনিয়র নার্সসহ বেশ কয়েক জন ছাত্রী নার্স রীতিমত হিমশিম খেতে হচ্ছে ।

থান্ডায় আক্রান্ত চিকিৎসা নিতে আসা শিশুর বাবা উজ্জল পিবিএকে বলেন, ওয়ার্ডের জায়গা না পেয়ে মেঝেতে বিছানা করে আছেন। রোগীদের বেশীর ভাগই জ্বর, কাশি, ঠান্ডা জ্বরে ভূগছে।

হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক নাজিম উদ্দিন পিবিএ কে বলেন, ঠান্ডা জনিত কারনে শিশুরা বিশেষত ছয়মাসের কম বয়সী শিশুরা ঠান্ডা, কাশিসহ তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে অধিক সংখ্যায় আক্রান্ত হচ্ছে । শিশুদের বেশি বেশি ফলমূল ও তরল পানীয় খাওয়াতে হবে এবং শিশুদের বিশেষ করে এক বছরের কম বয়সীদের যাতে ঠান্ডা না লাগে, সেদিকে মায়েদের দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...