কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী হামলায় সাংবািদক আহত

পিবিএ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী হামলায় সাংবািদক মারফত আফ্রিদি গুরুতর আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর প্রতিনিধি ছিলেন তিনি।

বুধবার রাত ৯টার দিকে মিরপুর বাজারে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। তবে কারা এবং কি কারনে এ হামলা চালানো হয়েছ তা জানা যায়নি।

আহত সাংবাদিক মারফত আফ্রিদির পরিবার সূত্র জানিয়েছেন, মিরপুর বাজারে নিজ কর্মস্থলে কাজ শেষে বাড়ি ফেরার সময় ৫-৬ জনের একদল দূবৃর্ত্ত অতর্কিত মারফত আফিদ্রির ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...