কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দর্জি খুন

Khun

পিবিএ,কুষ্টিয়া: কুষ্টিয়ায় ওমর আলী নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওমর আলী শেখের ভাই আবদার শেখ জানান, ভাদালিয়া বাজারে ওমর আলীর টেইলার্সের দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তের হাতে খুন হন তিনি।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...