মেডিকেল কলেজ ভবন ধ্বসে নিহত ১ আহত ৫

পিবিএ, কুষ্টিয়া: কুষ্টিয়া নির্মিণাধীণ ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজের ভবন ধ্বসে বজলু নামের এক শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৫ জন।

নিহত বজলু কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকার ভাদু প্রমানিকের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে অবস্থিত নির্মাণাধিন কুষ্টিয়া মেডিকেল কলেজহাসপাতালে এ দুর্ঘ টনা ঘটে।আহত ৫ শ্রমিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ধ্বসে যাওয়া ভবনে আরও কয়েকজন শ্রমিক আটকে পড়েছে। তাদের উদ্ধারে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন ম্যানেজার আলী সাজ্জাদ বলেন, এ ঘটনায় আমরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চলছে।

ঘটনাস্থলে কুষ্টিয়া জেলা প্রশাসক মো: আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শণ করছেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবনে ত্রুটি থাকার কারনেই এ্ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

উল্লেখ্য যে,২০১৫ সালে মে মাসে কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

পিবিএ/এস এম জে/ইএইচকে

আরও পড়ুন...