পিবিএ,কুষ্টিয়া: কুষ্টিয়া কুমারখালী উপজেলার ধলনগর গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। জাহিদুল স্থানীয় ময়না মন্ডলের পুত্র বলে জানা গেছে। ঘটনা সুত্রে জানা যায়, ভ্যান চালক জাহিদুল, ১৩ ফেব্রুয়ারি রাতে এলাকায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে বাড়ি ফিরে নাই।
এ বিষয়ে পরিবারের লোক জানায়, জাহিদুল প্রতিদিনের ন্যায় ১৩ ফেবুুয়ারী বুধবার ভ্যান চালিয়ে বাড়িতে আসে, পরে রাত হলে ওয়াজ মাহফিল শুনতে যায়, রাত পার হয়ে যায় তবুও সে বাড়িতে আসে নাই, পরে তারা চারিদিকে খোঁজাখুজি করে জাহিদুলকে নাকেমুখে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীরা ধারনা করেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে তদন্তের জন্য মর্গে পাঠায়। কুমারখালী থানার ওসি মিজানুর রহমান পিবিএ কে বলেন উক্ত হত্যার রহস্য উদঘাটন হলে আপনাদের সামনে তুলে ধরা হবে ।
পিবিএ /কেএস/হক