কুষ্টিয়ায় লটারির অন্তরালে প্রকাশ্যে চলছে জুয়া

kumarkhali-lotari-PBA

ফাহিম শাওন,পিবিএ,কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালিতে লটারির অন্তরালে চলছে জুয়া খেলা। প্রসাশনের নাকের ডগায় ফাইভ স্টার লাকী কুপন নামে এ সিন্ডিকেটটি লটারির নামে প্রকাশ্যে জুয়া খেলার আসর বসিয়েছে। এই আসরটি চলছে কুমারখালীর হোগলা চাপাইগাছি বৈশাখী মেলায়।

অল্প টাকায় দামি পুরস্কারের লোভে মেতে উঠেছে এলাকার শিশু, নারী, বৃদ্ধসহ সর্বশ্রেণীর সাধারণ মানুষ। তাদের অজ্ঞতাকে পুঁজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এ প্রতারক চক্র।

মাত্র ২০ টাকায় গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন নামী-দামি পুরস্কারের লোভ দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে ফাইভ স্টার লাকী কুপন নামের এ সিন্ডিকেট।

kumarkhali-lotari-PBA-22

নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী পিবিএকে বলেন, লোভে পড়ে এলাকার অনেক যুবক একসাথে অনেক গুলো লটারির কুপন কিনছে। এই টাকা জোগাড় করতে অনেকে চুরি পর্যন্ত করেছে। লোভের বশে তারা ক্রমেই ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে। এটি দ্রুত বন্ধে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে কুমারখালি থানার ওসি মিজানুর রহমান পিবিএকে জানান, আমি বিষয়টা সম্পর্কে অবগত আছি এবং এটি বন্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...