কুষ্টিয়ায় সাটার ভেঙ্গে ৮টি দোকান চুরি

পিবিএ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর পুরাতন বাসষ্ট্যান্ড বাজার ( ঈগল চত্বর বাজার) সোমবার দিবাগত রাতটি ছিল চোরদের দখলে। একই রাতে সাটার ভেঙ্গে ৮টি দোকানে চুরির ঘটনা ঘটে ।


মিরপুরের বাজারের শ্যামল দত্তের দত্ত ষ্টোর,তহ বাজারের ইয়ামিনের দোকান,গোহাট সড়কে ফুলবাস মন্ডলের সারের দোকান,ইয়াসিন প্রামাণিকের বীজের দোকান, আব্দুর রশিদ মন্ডলের তেলের দোকান, মোল্লা হার্ডওয়ার ও মনিরুজ্জামান মেঠের দোকানের সাটার ভেঙ্গে ৮টি দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করে নির্বিগ্নে চলে যায়।গন চুরির এ ঘটনায় উদ্বিগ্ন সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীরা।

পিবিএ/কেএস/হক

আরও পড়ুন...