কুষ্টিয়া কোর্ট স্টেশনে বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে যাত্রীরা

পিবি এ কুষ্টিয়া : কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্মের সামনের জায়গায় আবর্জনার স্তুবে পরিবেশ নোংরা হয়ে আছে। অন্যদিকে বিশুদ্ধ পানির অভাবে পরতে হয় ট্রেনে যাতায়াতকারি যাত্রীরা। এই অবস্থায় স্টেশনের ফাঁকা জায়গায় একটি টিউবওয়েল জরুরী হয়ে পড়েছে বলে মনে করেন যাত্রীরা । বর্তমানে বিশুদ্ধ পানি সংকটে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। স্টেশনের প্লাটফর্মের উপর যাত্রীরা ট্রেনের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ফলে পানির অভাবে অতিষ্ট হয়ে পড়ে ছোট ছোট বাচ্চারা । ট্রেনের যাত্রীরা পিবিএ কে বলেন ট্রেনে যাতায়াত করি আমরা অনেক সময় বসে থাকতে হয় এই গরমে খাবার পানি জরুরী হয়ে পড়ে তাই একটি টিউবওয়েল হলে ভালো হয়, চায়ের দোকানে পানি আনতে গেলে তারা বিরক্ত মনে করেন । ষ্টেশনের সামনে দূষিত পানি পান করে আমরা যেকোন সময় অসুস্থ হতে পারি তাই একটি টিউবওয়েল হলে ভালো হয়। স্থানীয় সচেতন মহল ও সচেতন যাত্রীদের জোড়ালো দাবি যথাযথ কতৃপক্ষ দ্রুত স্টেশনের প্লাটফর্মের সামনের জায়গায় আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি টিউবওয়েল এর ব্যাবস্থা গ্রহন করবেন এবং ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিনের ব্যাবস্থা করবেন। এ ব্যপারে কুষ্টিয়া কোর্ট ষ্টেশন মাষ্টার পিবিএ কে বলেন, যে অফিসের দায়িত্ব তারা না করলে আমরা কি করবো।

পিবিএ/বাখ

আরও পড়ুন...