পিবিএ,কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, কুষ্টিয়াবাসী যেন সঠিকভাবে চিকিৎসা সেবা পায় তার ব্যাবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য তিনি নির্ভয়ে নিঃসংচে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহবান জানান। তিনি রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোটারিয়ান অজয় সুরেকার উদ্দোগে রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সহযোগিতায় করোনা রোগীদের জন্য হাইফ্লো নজেল ক্যানোলা, মাস্ক, গার্বেজ ব্যাগ বিতরণ ও বেষ্ট ফিডিং কর্ণার উদ্বোধনকালে একথা বলেন। তিনি বলেন, রোটারি ক্লাব অব কুষ্টিয়া যেভাবে মানবিক সহযোগিতা করে আসছে। বিশেষ করে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ, এবং হাসপাতালে করোনা রোগীদের জন্য হাইফ্লো নজেল ক্যানোলা, মাস্ক, গার্বেজ ব্যাগ বিতরণ করে মানবিকতার পরিচয় দিয়েছে তাদের কৃতজ্ঞতা জানাই। এসময় কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৪ আসনের সাংসদ সেলিম আলতাব জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট কাজী শামসুন্নাহার আলো, সেক্রেটারী কেএএম রুয়াইম রাব্বি, প্রোজেক্ট চেয়ার রোটাঃ অজয় সুরেকা, আই পিপি, একেএস সৈয়দা হাবীবা,কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া শহর আওআমিলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ এসএম মোস্তানজীদ এ সময় উপস্থিত ছিলেন।
পিবিএ/দেবেশ চন্দ্র সরকার/এসডি