কুড়িগ্রামের ৮ উপজেলার ভোটের ফলাফল

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার- মোট ভোট কেন্দ্র- ৯০টির মধ্যে ৮৬টি কেন্দ্রের ফলাফলে বিজয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ মোননীত প্রার্থী আমান উদ্দিন মন্জু। তিনি (নৌকা) প্রতীকে ভোট পেয়েছেন ৩৪ হাজার ৯২২।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইদুল হাসান দুলাল ভোট পেয়েছেন ১৮ হাজার ৬১। এখানকার স্থগিত ৪টি কেন্দ্রের মোট ভোট হচ্ছে ১১ হাজার ৭।
রাজারহাট উপজেলার মোট ভোট কেন্দ্র- ৬০টি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। তিনি (মোটরসাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ৪৬ হাজার ৬৬৫।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু নুর আখতারুজ্জামান (নৌকা) প্রতীকে ভোট পেয়েছেন- ২৬ হাজার ৮৮।

চিলমারী উপজেলার মোট ভোট কেন্দ্র- ৪৫টির মধ্যে ৪৩টি কেন্দ্রের ফলাফলে বিজয়ের পথে রয়েছেন-আওয়ামী লীগের প্রার্থী শওকত আলী বীর বিক্রম। তিনি (নৌকা) প্রতীকে ভোট পেয়েছেন ৩৬ হাজার ৩৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী জোবাইদুল ইসলাম (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪৫৪ ভোট। এখানকার স্থগিত ২টি কেন্দ্রে মোট ভোট হচ্ছে ৪ হাজার ৪৪৩।

রাজিবপুর উপজেলার- মোট ভোট কেন্দ্র ২৭টির ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আকবর হোসেন হীরো। তিনি (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ২০ হাজার ৪৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লেিগওে মনোনীত প্রার্থী সফিউল আলম (নৌকা) প্রতীকে ভোট পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট।
ভুরুঙ্গামারী উপজেলার মোট ভোট কেন্দ্র ৯২টির ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী খোকন বিজয়ী হয়েছেন। তিনি (নৌকা), প্রতীকে ভোট পেয়েছেন ৬৪ হাজার ৬১৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হাই (আনারস) প্রতীকে ভো পেয়েছেন ৯ হাজার ৩৭১।

উলিপুর উপজেলার মোট ভোট কেন্দ্র ১৫১টির মধ্যে ১৪৭টির ফলাফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম হোসেন মন্টু বিজয়ের পথে রয়েছেন। তিনি (নৌকা) প্রতীকে ভোট পেয়েছেন ৫৫ হাজার ৯২১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাজু তালুকদার (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ২২ হাজার ৩৪২। এখানকার স্থগিত হওয়া ৪টি ভোট কেন্দ্রে মোট ভোট হচ্ছে প্রায় ৯ হাজার ৯৭২।

নাগেশ্বরী উপজেলার-মোট ভোট কেন্দ্র- ১৩৫। এরমধ্যে ১৩৩ টির ফলাফলে বিজয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা জামান। তিনি (নৌকা) প্রতীকে ভোট পেয়েছেন ৪১ হাজার ৯৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টিও প্রার্থী মহিবুল ইসলাম খোকন (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৭৫। এখানকার স্থগিত হওয়া ২টি কেন্দ্রে মোট ভোট হচ্ছে ৪ হাজার ৯১৫।

রৌমারী উপজেলার মোট ভোট কেন্দ্র- ৬১টি, এরমধ্যে ৬০টির ফলাফলে বিজয়ীর পথে রয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুল্লাহ। তিনি (মোটর সাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ২১ হাজার ৫৩৯।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মজিবুর রহমান বঙ্গবাসী (নৌকা) প্রতীকে ভোট পেয়েছেন ১৮ হাজার ৬৩৯, এখানকার স্থগিত ১ টি ভোট কেন্দ্রের মোট ভোট হচ্ছে- ২ হাজার ৪২৪।

উল্লেখ্য পঞ্চম দফার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে ফুলবাড়ী উপজেলা বাদে ৮টি উপজেলায় শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলেও বিভিন্ন অনিয়মের কারনে ৫ উপজেলার ১৩টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

কুড়িগ্রামের ৮ টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
৮ উপজেলার মোট ভোটার হছ্ছে ১৪ লাখ ২০ হাজার ৪০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ লাখ ৯৮ হাজার ৮৫৪ জন, মহিলা ভোটার ৭ লাখ ২১ হাজার ৫ ৫৩ জন।

উচ্চ আদালতে নির্দেশে জেলার ফুলবাড়ী উপজেলায় ভোট গ্রহণ স্থগিত রয়েছে। সীমানা জটিলতার বিষয়ে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা শরীফ উদ্দিনের করা একটি রিটের প্রেক্ষিতে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দিলে এ উপজেলায় ভোট বন্ধ হয়।

পিবিএ/ইউএ/এমএসএম

আরও পড়ুন...