কুড়িগ্রামে ইয়াবা ও নগদ টাকা সহ দম্পতি আটক

পিবিএ,কুড়িগ্রাম: রৌমারী উপজেলার চরের গ্রাম থেকে ২৭’শ পিস ইয়াবা ও ১ লাখ ৪০ হাজার ৪’শ টাকাসহ মোজাফ্ফর হোসেন (৪২) ও শেফালী বেগম (৩৫) নামের এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯মে) ভোরে চরের গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কুড়িগ্রামে ইয়াবা ও নগদ টাকা সহ দম্পতি আটক

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বলেন, দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পেতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পিবিএ/এমআইবি/আরআই

আরও পড়ুন...