কুড়িগ্রামে এফআর টাওয়ারের একাংশের মালিক তাসভির উলের মুক্তির দাবি

পিবিএ, কুড়িগ্রাম : বনানীর এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভির ঊল ইসলামের রিমান্ডের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সোমবার কুড়িগ্রাম বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, বনানীর এফআর টাওয়ারের ২০-২২ তলার মালিক বিশিষ্ট শিল্পপতি তাসভিরুল ইসলাম প্রচলিত নিয়ম মেনেই এই অংশ ক্রয় করেছেন। নির্মাণে কোন ত্রুটি থাকলে জমির মালিক ও ডেভলোপার কোম্পানী দায়ী হবেন, কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই ভবনের অগ্নিকান্ডের সাথে তাসভির উল ইসলামের কোন সম্পৃক্ততা নেই। শুধুমাএ তিনি বিএনপি করার কারনে দেশের বিশিষ্ট একজন শিল্পপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। যা রাজনৈতিক প্রতি হিংসায় তাকে হয়রানী করা হচ্ছে।

সংবাদ সন্মেলনে বিএনপির পক্ষ থেকে অবিলম্বে কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাসভির উল ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করা হয়। একইসঙ্গে অগ্নিকান্ডের প্রকৃতঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাহবুবার রহমান পৌর বিএনপি সম্পাদক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দল আলিম, কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারন সমাপাদক নাদিম আহমেদ, কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান প্রমূখ।

পিবিএ/ইউএ/এমএসএম

আরও পড়ুন...