কুড়িগ্রামে কুকুরের উপর টিকাদান কর্মসূচি নিয়ে সভা

পিবিএ, কুড়িগ্রাম– বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের উপর টিকাদান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সদর ইউএনও আমিন আল পারভেজ, পৌরমেয়র আব্দুল জলিল, স্বাস্থ্য অধিদপ্তরের র‌্যাবিস কন্ট্রোল কনসালটেন্ট ডা: সৌরব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এই কর্মসূচির আওতায় জেলার ৯টি উপজেলায় ১৬৩টি টিম সম্ভাব্য ২০ হাজার ৪শ’ কুকুরকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসার জন্য কাজ করবে। এসময় জলাতঙ্ক নির্মূলে টিকাদানের পাশাপাশি কুকুরের জন্ম নিয়ন্ত্রণে কর্মসূচি গ্রহণের পরামর্শ প্রদান করেন বক্তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণিসম্পদ বিভাগ কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

পিবিএ/সিআর/এএইচ

আরও পড়ুন...