কুড়িগ্রামে কৃষকের ন্যায্য দাবি আদায়ে সভা ও স্মারক লিপি প্রদান

farmer_sarok_-PBA

ইউনুছ আলী আনন্দ,পিবিএ,কুড়িগ্রাম: কৃষকের ফসলের লাভজনক দাম, কৃষি উপকরণের দাম কমা, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, ক্ষেতমজুরদের জন্য সারা বছরের কাজ ও আর্মি রেটে পূর্ণ রেশনিং চালু এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেছে সমাজ তান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষকফ্রন্ট।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী শহরের জিরোপয়েন্টে এ সবার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাসদ নেতা কমরেড ফুলবর রহমান, শাহালম হোসেন, শ্যমল চন্দ্র ও বিমল চন্দ্রসহ সমাজ তান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষকফ্রন্টের নেতাকর্মীরা।

সভা শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিনের কাছে কৃষক ও জনগণের বিভিন্ন ন্যায্য দাবি সংবলিত স্মারক লিপি প্রদান করা হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...