কুড়িগ্রামে দিনব্যাপি ইউনিয়ন বীজ মেলা

পিবিএ,কুড়িগ্রাম: বীজধান সংরক্ষণ উপলক্ষে কুড়িগ্রামে আয়োজন করা হয় ইউনিয়ন বীজ মেলা।

মঙ্গলবার দিনব্যাপি হলোখানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক
ড: মোস্তাফিজুর রহমান প্রধান।এসময় উপস্থিত ছিলেন রংপুর বিনা’র
প্রতিনিধি তানজিলুর রহমান, ব্রি’র প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সদর
উপজেলা কৃষি অফিসার ষষ্ঠি চন্দ্র রায়, হলোখানা ইউপি চেয়ারম্যান উমর ফারুক
প্রমুখ।

মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন বীজ সরবরাহ প্রতিষ্ঠানের ৭টি স্টল তাদের বিভিন্ন বীজ সম্ভার প্রদর্শন করবে।।

উল্লেখ্য,২০১৫ সালে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে এলাকার কয়েকজন কৃষক-
কৃষাণিকে বন্যা সহনশীল ব্রিধান-৫১ ও বিনাধান-১১ সরবরাহ করে বেসরকারি
প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর হোয়্যার দ্য রেইন ফলস
প্রকল্প। দুই কেজি করে বীজ ধান দেয়া হয়েছিল কৃষকদের। সেই সব কৃষক পরে ৪
কেজি করে বীজধান ফেরৎ প্রদান করে। সেই বীজ ধান সংরক্ষণ করা হয় ইউনিয়ন
পরিষদের গোডাউনে। এভাবে বর্তমানে ৪শ’ জন কৃষক ৮শ’ কেজি ধান সংরক্ষণ
করেছেন। যা বোরো মৌসুমে দরিদ্র কৃষকের কাজে লাগবে।

পিবিএ/ইএইচকে

#

আরও পড়ুন...