পিবিএ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌর টাউন হলে জমে উঠেছে ৫দিনব্যাপী দুই বাংলার নাট্যৎসব। বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনের সন্ধ্যায় নাটক মঞ্চায়নের পূর্বে শুভেচ্ছা বিনিময় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ। বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চক্রবর্তী, প্রবীন নাট্যকার ও গীতিকার মুক্তিযোদ্ধা দেবব্রত বকসী বুলবুল, বিশিষ্ট চিত্র শিল্পী রেজাউল হক লিটন ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক।
পরে প্রচ্ছদ কুড়িগ্রামের পরিবেশনায় হাবিব জাকারিয়া উল্ল্যাস রচিত ও বিপ্লব সরকার নির্দেশীত নাটক ‘নামানুষ’ মঞ্চস্থ হয়। আজ সন্ধ্যায় এ উৎসবের তৃতীয় দিনে ভারতের কলকাতার মিউনাস নাট্য দল উৎসব দাস রচিত ও নির্দেশীত ‘দুষণ’ নাটক মঞ্চস্থ করবে। শনিবার চতুর্থদিনে ঢাকার শব্দ নাট্য কেন্দ্র সৈয়দ শামসুল হক রচিত ও খোরশেদুল আলম নির্দেশীত ‘চম্পাবতী’ এবং উৎসবের শেষ দিনে ভারতের শিলিগুড়ির সৃজনসেনা নাট্য দল পার্থপ্রতীম মিত্র রচিত ও নির্দেশিত ‘একুশের শ্রদ্ধাঞ্জলী ও ম্যানিকুইন’ নাটক দুটি মঞ্চস্থ করবে।
পিবিএ/ইএ/হক