কুড়িগ্রামে দুই স্কুল শিক্ষকসহ ১৯ জুয়ারী গ্রেফতার

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুই স্কুল শিক্ষক ও গ্রাম পুলিশসহ ১৯ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী মধ্য-কাশিপুর গ্রামের আমির উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । পুুুুলিশ জানায় আটককৃত ১৯ জন কয়কটি দলে ভাগ হয়ে জুুয়া খেলছিল।

আটককৃতরা হলেন, মধ্য কাশিপুর গ্রামের মনসুর আলীর ছেলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদুল ইসলাম (৩৭), একই গ্রামের মৃত ছাবের আলীর ছেলে গ্রাম পুলিশ জাবেদ আলী (৫০), ধর্মপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (৪৯), একই গ্রামের সামাদ আলীর ছেলে রুহুল আমিন (৩২), উত্তর কাশিপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আবু তালেব (৩৭), অনন্তপুর গ্রামের মৃত জব্বারের ছেলে হাবিবুর রহমান (৪২), মৃত অছিমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৭), আজগার আলীর ছেলে ফরিদুল হক দুলু (৫১), মৃত মনসুর আলীর ছেলে আবুল হোসেন (৫৮), মৃত ভদং শেখের ছেলে লুৎফর রহমান (৪৭), মৃত এনছান আলীর ছেলে বাবুল মিয়া (৪০), মধ্য কাশিপুর গ্রামের মৃত বাছেদ আলীর ছেলে হায়দার আলী (৩৭) একই গ্রামের মৃত ছাদের আলীর ছেলে গ্রাম পুলিশ আবদুর রহমান (৫৪), মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৩৬), মৃত রোস্তম আলীর ছেলে একরামুল হক (২৯), আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম (২২), আজগার আলীর ছেলে আব্দুল বারেক (৩৪), পাশবর্তি নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার শুকুরটারী গ্রামের সাইফুর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (২২)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/আরএস/ইএইচকে

আরও পড়ুন...