পিবিএ,কুড়িগ্রাম: করোনা ভাইরাসে কর্মহীন পড়ে পড়া দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কুড়িগ্রামে এ্যাডভোকেট আব্দুল জলিল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম রেল ষ্টেশন এলাকায় ৬০ জন অসহায় মানুষকে এই সহায়তা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট আব্দুল জলিলের ছেলে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু ও পরিবারের সদস্যরা।
ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু জানান, এই ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে ৪শত দু:স্থ মানুষকে আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়া সংগঠনের উদ্যোগে সমাজকল্যাণমুলক বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হবে।
উল্লেখ, মরহুম এ্যাডভোকেট আব্দুল জলিল কুড়িগ্রামের খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন।
পিবিএ//এএম