কুড়িগ্রামে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

river

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীব্র ভাঙ্গন রোধে এলাকাবাসী মানববন্ধন পালন করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাড়ের শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী ও বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনীরাম দুই গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ মিলিত হয়ে ধরলার তীব্র ভাঙ্গন রোধে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এ সময় বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান (অবঃ), কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী, মোহাম্মদ আলী, ইউপি সদস্য এমদাদুল হক, শিমুলবাড়ী ইউনিয়নের মহিলা সদস্য জান্নাতী বেগম, প্রাক্তন ইউপি সদস্য মজিবর রহমান প্রমূখ। সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে তারা বলেন, যতদূত সম্ভব নদী ভাঙ্গনের ব্যবস্থা গ্রহন করতে হবে। নইলে মানচিত্র থেকে আমাদের দুই গ্রামের নাম মুছে যাবে।

এ ব্যাপারে শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান জানান, আমরা লিখিত ভাবে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যতদূত সম্ভব এর সমাধান হবে বলে তারা জানিয়েছেন।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...