কুড়িগ্রামে পাওয়া যাচ্ছেনা কৃষি শ্রমিক, বিপাকে কৃষক


পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার অধিকাংশ শ্রমজীবী মানুষ ইটভাটায় ইট তৈরির কাজ করায় চাষাবাদের জন্য পাওয়া যাচ্ছেনা কৃষি শ্রমিক। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।

এ বিষয়ে শ্রমিকরা জানান, চাষাবাদে মজুরি কম। তাছাড়া চাষাবাদের কাজে সময় লাগে বেশি। তাই চাষাবাদের কাজে তাদের আগ্রহ কম। এর ফলে চাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বিপাকে পড়েছেন উচ্চ বা মধ্যবিত্ত কৃষকরা।
উপজেলার পেদিখাওয়া বিলের কৃষক খয়বর হোসেন জানান, কৃষি শ্রমিকের সংকটে তিনি চাষাবাদ করতে পারছেন না। যদিও শ্রমিক পাওয়া যায়, তারা বেশি মজুরি দাবি করছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার শুরু হলে এই সংকট কিছুটা হলেও কমবে।

পিবিএ /এমআই/ ইএইচকে

আরও পড়ুন...