কুড়িগ্রামে পানিতে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলসহ ডোবার পানিতে পড়ে কাজী আমিনুল ইসলাম (৫৪) নামের এক পুলিশ সদসস্যের মুত্যু হয়। নিহত পুলিশ সদস্য দীর্ঘদিন ধরে ফুলবাড়ী থানায় কর্মরত ছিলেন। তার কনষ্টেবল নং-২২১।

নিহতের বাড়ি জয়পুরহাট জেলার আলেপুর উপজেলার আক্কেলপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত-জলিলুর রহমানের ছেলে। জীবদ্দশায় তিনি একজন সরল স্বভাবের মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ের জনক রেখে যান। তার মেয়ের বিয়ে হয়েছে। ছেলে ঢাকায় লেখাপড়া করে বলে জানা গেছে।

ফুলবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, নিহত পুলিশ সদস্য কাজী আমিনুল ইসলাম মঙ্গলবার সারাদিন ফুলবাড়ী থানায় ডিউটি শেষ করে রাতে তার প্রয়োজনীয় কাজের জন্য বালারহাট বাজারে মোটরসাইকেল যোগে যান। সেখান থেকে রাত ফেরার পথে তিনি নাওডাঙ্গা-শালবাড়ী নামক স্থানের একটি ডোবায় মোটরসাইকেলসহ পড়ে যান।

ওই এলাকা দিয়ে যাতায়াতকারী লোকজন পানিতে একজনকে পড়ে থাকতে দেখে ফুলবাড়ী থানায় খবর দিলে রাত পৌনে ১২টার দিকে পুলিশ কাজী আমিনুল ইসলামের লাশ ওই ডোবা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের গোসল ও কাফন সম্পন্ন করে গভীর রাত ৩ টার দিকে থানায় প্রথম দফার জানাযা নামাজ সম্পন্ন করে তার মরদেহ কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়। এখানে তার দ্বিতীয় জানাযা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পুলিশ কনষ্টেবল কাজী আমিনুল ইসলাম হয়তো মোটরসাইকেল চলাকালীন সময় হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

এ সময় সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তা থেকে ডোবায় পড়ে মারা গেছেন।

পিবিএ/ইউএ/এমএসএম

আরও পড়ুন...