কুড়িগ্রামে ফেনসিডিলসহ মাদক মামলার আসামী আটক

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট সংলগ্ন উত্তর কুটিচন্দ্রখানা গ্রাম থেকে ১১ বোতল ফেনসিডিলসহ বহু মাদক মামলার আসামী জাহিদুল ইসলাম (৩৫) আটক করেছে বিজিবি।

আটকের পর বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী তানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। আটক মাদক ব্যবসয়ায়ী জাহিদুল ইসলাম উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের সোলায়মান হকের ছেলে। তার নামে মাদক সংক্রান্ত পূর্বের আরও ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ কাশিপুর কোম্পানী কমান্ডার জয়েন উদ্দিন জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কুটিচন্দ্রখানা গ্রামে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে অভিযান পরিচালনা করেন।

এ সময় মাদক ব্যবসায়ী জাহিদুল তার বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেনসিডিল বিক্রির জন্য অভিনব কায়দায় মাটিতে পুঁতে রাখার চেষ্টা করলে তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি কমান্ডার।

পিবিএ/ইউএ/এমএসএম

আরও পড়ুন...