কুড়িগ্রামে বইমেলা উদ্বোধন

ulipur-pba

পিবিএ, কুড়িগ্রাম: “তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে মহান ভাষা শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে কাঁচারী মাঠে ২৪তম বইমেলার উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। সংগঠনের আহ্বায়ক জুলফিকার আলী সেনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর অঞ্চল আল মাহমুদ হাসান, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, সহযোগী অধ্যাপক (অবঃ) হরিগোপাল সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।
প্রতিদিন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক ও শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী এবং সান্ধ্যকালীন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...