কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

পবিএ,কুড়িগ্রাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র মধ্যে দু’দিন ব্যাপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার নাশে^রী উপজেলার নারায়নপুর সীমান্ত পিলার-১০৪০/ও-এস-এ-১ এর নিকট ২০ গজ ভারতের অভ্যন্তরে কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন এবং ভারতের ১৭৪ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী কামিন্দা চৌধুরী’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এরআগে রোববার ভূরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্ত পিলার- ৯৮৯/৬-এ এর নিকট ভারতের ৫০গজ অভ্যন্তরে কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়ন অধিনায়কের সাথে ভারতের চ্যাংমারী ক্যাম্পের বিএসএফ-৯৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী দীপক কুমাওয়াত এবং বিএসএফ-১০১ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী আশিষ দেহারার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে দু’দেশের চোরাচালান প্রতিরোধ, চোরাচালানের সম্ভাব্য রাস্তা চিহ্নিত করে নজরদারী বৃদ্ধি করাসহ সীমান্তের নানাবিধ সমস্যা তুলে ধরা হয়। এছাড়াও সমস্যা ও অনাকাঙ্খিতভাবে সংঘটিত আন্তঃ সীমান্ত অপরাধ সৃষ্ট সমস্যাবলী উভয় অধিনায়ক কর্তৃক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সমাধান করে সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বিজিবি-বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করেন।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...