পিবিএ,কুড়িগ্রাম: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৮৫) পক্ষাঘাতগ্রস্থ হয়ে জীবন সায়াহ্নে এসে হাটাচলা করার শক্তি হারিয়ে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এ অসহায়ত্ব নিয়ে সাংবাদিক পরিমল মজুমদারের একটি লেখা চোখে পড়ে জার্মান প্রবাসী কাউসার রশিদ বিপ্লবের।
তিনি তার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী দেলওয়ার হোসেন এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার জন্য একটি ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা করেন। রবিবার বিকালে উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের উত্তর দাড়ারপাড় গ্রামে তার বাড়িতে গিয়ে হুইল চেয়ারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কুড়িগ্রাম ডাঃ আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিউস সামাদ, মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদুর রহমান বেটু ,উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক পরিমল মজুমদার, আসলাম উদ্দিন আহমেদ, খালেক পারভেজ লালু, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন।
পিবিএ/এমইবি/এমএসএম