কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে । এ ঘটনায় সড়ক অবরোধ করে একটি গাড়ী ভাংচুর করেছে কলেজের শিক্ষার্থী ও এলাকবাসী।
প্রত্যক্ষদর্শিরা জানায়, শনিবার সাড়ে ১১টার দিকে কলেজ থেকে বের হয়েছিল দ্বাদশ শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম রোকন। এ সময় কলেজের সামনে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে দুটি নসিমন প্রতিযোগিতামূলক চলতে গিয়ে ওই ছাত্রকে চাপা দেয়। পরে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে মারা যায়। ঘটনায় কলেজের শিক্ষার্থী সহ এলাকাবাসী সড়কে গাছ ফেলে অবরোধ করে। পরে থানা পুলিশের উপস্থিতিতে সড়কে নসিমন চলবেনা এ শর্তে অবরোধ তুলে নেয়া হয়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...