কুড়িগ্রামে ৫ দিনব্যাপী নাট্যোৎসব শুরু

পিবিএ, কুড়িগ্রাম: বিশ্ব নাট্য দিবস উপলক্ষে কুড়িগ্রামের সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ আয়োজনে কুড়িগ্রামে বাংলাদেশ ও ভারতের ৫টি নাট্যদল ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কুড়িগ্রাম পৌর টাউন হলে নাটক পরিবেশন করবে।

এর মধ্যে ২৭ মার্চ লিটু সরকারের নির্দেশনায় ‘কানাই চাঁদের নন্দিনী’ নাটক পরিবেশন করে রংপুর নাট্যকেন্দ্র, ২৮ মার্চ বিপ্লব সরকারের নির্দেশনায় ‘নামানুষ’ নাটক পরিবেশন করবে প্রচ্ছদ কুড়িগ্রাম, ২৯ মার্চ উৎসব দাসের রচনা ও নির্দেশনায় ‘দূষণ’ নাটক পরিবেশন করবে মিউনাস কলকাতা ভারত, ৩০ মার্চ খোরশেদুল আলমের নির্দেশনায় সৈয়দ শামসুল হক রচিত ‘চম্পাবতী’ নাটক পরিবেশন করবে শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকা এবং পার্থপ্রতিম মিত্রের রচনা ও নির্দেশনায় ম্যানিকুইন ও একুশে অঞ্জলি নাটক পরিবেশন করবে সৃজনসেনা শিলিগুড়ি ভারত।

বুধবার এই উৎসব সফল করতে কুড়িগ্রাম পৌর টাউন হল চত্ত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে কুড়িগ্রাম শহর প্রদক্ষিন করে। পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নাট্যোৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন।

পিবিএ/ইএ/হক

আরও পড়ুন...