কুড়িগ্রাম জেলের জালে আটকা পড়লো বিশালাকৃতির বাঘাআইর মাছ

ইউনুছ আলী আনন্দ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমর নদীতে জেলের জালে আটকা পড়েছে এক মণেরও বেশি ওজনের একটি বাঘাআইর মাছ মাছটির ওজন হচ্ছে ৪১ কেজি ৭০০ গ্রাম।

রোববার আটক পড়া মাছটি দেখার জন্য দুদকমার নদীর পাপশে ভিড় জমে যায় উৎসুক জনতার। দুধকুমর নদে এই শুকনো মৌসুমে এতো বড় মাছ জেলের জালে আটকা পড়া আশ্চর্য্য হন ।

জেলে রফিকুল ইসলাম জানান, সে জেলের দল নিয়ে রোববার ভোর সকালে সোনাহাট ব্রীজের কাছে জাল পাতেন। কিছুক্ষণের এই বিশালাকৃতির বাঘাআইর মাছটি আটকা পড়ে। মাছটি আটকা পড়লে তারা জাল তীরে তুলতে না পারায় স্থানীয় লোকজনের সহায়তায় মাছটি উপরে তোলেন। মাছ ধরার পেশায় জীবনে প্রথমবারের মতো এতো বড় বাঘাআইর মাছ তার জালে আটকা পড়েছে বলে জানায় জেলে রফিকুল ইসলাম।
পরে স্থানীয়দের কাছে মাছটি কেটে ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এতে প্রায় মোট ৪৬ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে বলে জানা গেছে।

পিবিএ/হক

আরও পড়ুন...