কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ধাওয়ায় আহত বাংলাদেশির লাশ উদ্ধার

ইউনুছ আলী আনন্দ,পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএসফের ধাওয়ার শিকার হয়ে গুরুতর আহত আব্দুল হালিম (৩৬) নামের এক বাংলাদেশির যুবক নিহত হযেছে। নিহতের নিজ বাড়ি থেকে তার লাশটি ৩ দিন পর শনিবার উদ্ধার করে বিকেলে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত যুবক আব্দুল হালিম রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড় গ্রামের আয়ের উদ্দীনের ছেলে।

জানা গেছে, আব্দুল হালিম ছবেদ আলী, আয়নালসহ একদল গরু ব্যবসায়ী রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০-৬১ নং পিলারের মাঝামাঝি দিয়ে বৃহস্পতিবার ভোরে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে যায়। এ সময় ভারতের ক্যাশারভিটার বিএসএফ ক্যাম্পের সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা কাঁটাতার পেরিয়ে আসার সময় যুবক আব্দুল হালিম গুরুতর আহত হন।

আহত যুবকের সাথীরা তাকে সীমান্ত থেকে গুরুতর অবস্থায় উদ্ধার উদ্ধার করে শুক্রবার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। এখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মযমনসিংহ মেড়িকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

সেখানে তার অবস্থা অবনতি হলে কতব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওইদিন তাকে ঢাকায় নেয়ার পথে আব্দুল হালিম মারা যায়। তার লাশ গোপনে বাড়িতে নেয়া হলে ৩ দিন পর শনিবার রৌমারী থানার পুলিশ জানতে পেরে লাশটি উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।

এব্যাপারে রৌমারী থানার অফির্সাস ইনচার্জ আবু দিলোওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আমরা জানতে পেরে নিহত আব্দুল হালিমের বাড়ি থেকে তার লাশ উদ্বার করে কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছি। এসআই জিয়া বাদী হয়ে রেীমারী থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।

পিবিএ/ইউএ/এমএসএম

আরও পড়ুন...