কুড়িল ফ্লাইওভারে আটকে গেল দ্বিতল বাস

বাস
কুড়িল ফ্লাইওভারের নিচে দ্বিতল বাস আটকা

পিবিএ, ঢাকা : শুক্রবার রাজধানীর কুড়িল ফ্লাইওভারের নিচে একটি দ্বিতল বাস আটকে থাকতে দেখা গেছে। ফেসবুকে এ বাসের ছবি ছড়িয়ে পড়ে।

বাসটি মাঝামাঝি এসে কুড়িল ফ্লাইওভারের নিচে আটকে যায়। এর একটি চাকাও দেবে যেতে দেখা যায় ছবিতে। তবে এতে যাত্রীর ক্ষয়ক্ষতি জানা যায়নি। বাসটি কোথায় যাচ্ছিল তাও এখন পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে ভাটারা থানার এসআই রেশমা আক্তার জানান, এ বিষয়ে কোনো তথ্য বা হতাহতের খবর থানায় আসেনি। হয়ত কিছু সময় বাসটি আটকা পড়েছিল পরে উদ্ধার হয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...