পটুয়াখালীতে কাপল মেলা অনুষ্ঠিত

kapol pba
পিবিএ,পটুয়াখালী: পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় এই প্রথমবারের মত ব্যতিক্রমধর্মী কাপল মেলা অনুষ্ঠিত হয়েছে। ভালবাসা দিবস উপলক্ষে ২০ জন কাপলদের নিয়ে কুয়াকাটা ইলিশপার্কে এ মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে গভীর রাত পর্যন্ত লাল রঙ্গের পাঞ্জাবি ও লাল শাড়ি পড়ে প্রত্যেক কাপল আনন্দ উল্লাস নিয়ে এ মেলায় অংশগ্রহণ করে। মেলার আয়োজক রুমান ইমতিয়াজ তুষার পিবিএকে জানান, মেলায় কাপলদের পরিচিতি সভার মধ্যে দিয়ে কুয়াকাটা সৈকতে ঘুড়ি উড়ানো, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুওে দেখা এরপর কুয়াকাটা ইলিশপার্কে বালিশ খেলা, বল নিক্ষেপ ও সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজনি খেলায় বিজয়ী কাপলদের মধ্যে পুরুস্কার বিতরণ শেষে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইলিশের পেটে ভুরিভোজের আয়োজন করা হয়।

 

পিবিএ/ইউএইচ/হক

আরও পড়ুন...