কুয়াশা ভেদ করে বিমানের ওঠানামা (ভিডিওসহ)

https://youtu.be/zQWs-aMPGS0

পিবিএ, ঢাকা : শৈত্যপ্রবাহে ঘনকুয়াশার কারণে ভিজিবিলিটি কমে আসায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ভোর ৪টা থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে।

পরে দুপুরের দিকে ঘনকুয়াশা কিছুটা কমে আসলে বিভিন্ন এয়ারলাইন্সের অনেক ফ্লাইট লাইন ধরে ওঠানামা শুরু করে।

শাহজালাল বিমানবন্দরের উপ পরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান জানিয়েছেন, ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় শনিবার ভোর সাড়ে ৪টার পর থেকে শাহজালাল বিমানবন্দরে

কোনো বিমান অবতরণ করতে পারেনি।

তিনি জানান, এ কারণে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করেছে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। ঘন কুয়াশা কেটে গেলে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

শনিবার ভোর থেকে গালফএয়ার, নভোএয়ার, ইউএস বাংলা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...