পিবিএ,কুয়েত: দীর্ঘ দুই যুগেরও বেশি কুয়েতে প্রবাসী মোঃ হোসেন বয়স-৬০, গত-২৯শে সেপ্টেম্বর রাতে নিজ রুমে হটাৎ অসুস্হ হয়ে পরলে কুয়েতস্হ ফারওয়ানিয়া হসপিটালে ঐ রাতেই তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তাকে আই সি ইউতে প্রেরণ করা হয়। মুমূর্ষু হোসেন চিকিৎসাধীন থাকা অবস্হায় (১৪অক্টোবর) আনুমানিক সকাল ১১টায় ইন্তেকাল করেন।
মৃত মোঃ হোসেনের গ্রামের বাড়ি -নোয়াখালী, থানা-বেগমগঞ্জ, গ্রাম-ডহর পাড়া। প্রবাসী হোসেনের তিন ছেলে এক মেয়ে। তথ্য সূএে জানা যায় হোসেন কুয়েত Ministry of interior(M I O)তে কর্মরত ছিলেন। M I O এবং বাংলাদেশ দূতাবাসের সম্মিলিত প্রচেস্টায় মোঃ হোসেনের মরদেহ দ্রুত দেশে পাঠাবেন বলে আশ্বস্ত করেন।
পিবিএ/সালমান সেলিম/এমএসএম