কুয়োর মধ্যে পড়ে যাওয়া হাতি পাঁচ ঘণ্টার চেষ্টায় উদ্ধার (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় হাতটিকে কুয়ো থেকে তুলে স্থানীয় জঙ্গলে ঢুকিয়ে দেন দফতরের কর্মীরা। হাতিটিকে কুয়ো থেকে উদ্ধারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বনকর্মী ও স্থানীয় বাসিন্দা সকলে এগিয়ে আসেন এই কাজে হাত লাগাতে। এর আগেও বেশকয়েকবার হাতির কুয়োয় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। পর পর একই এলাকায় কুয়োর মধ্যে হাতি পড়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন বন দফতর।

সূত্রের খবর, ওই মাঝবয়সী হাতিটি খাবারের খোঁজে গ্রামে ঢুকেছিল। এর পর গ্রামের পরিত্যক্ত কুয়োটিতে পড়ে যায়। জল ও কাদার মাঝে আটকে থাকে। বহুবার চেষ্টা করেও উপরে উঠতে পারেনি সে। এর পর চিৎকার শুরু করে দেয়। হাতির চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে যায়। কিন্তু রাত হয়ে যাওয়া সেভাবে কিছু করা যায়নি।

পরের দিন সকালে বনদফতর ও স্থানীয়দের প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সকলেই খুশি। উদ্ধারের পর সে বেরিয়ে জঙ্গলের পথে হাঁটা দেয় বলে জানা গিয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...