– মোহাম্মদ আবুল হোসেন
যাদের আছে–
আভিজাত্য,সম্পদ
অনেক বাড়িগাড়ি,
তারা ভুলে যায় অতীত,
অতি তাড়াতাড়ি।
আমি করছি না বাড়াবাড়ি,
–এটাই নির্মম সত্যের হাঁড়ি।
যাদের আছে অঢেল সম্পদ, তারা দেখতে চায়না অন্যের বিপদ,
অন্যকে মনে করে শুধুই আপদ,
সুগম করে একমাত্র নিজের পথ।
এতই কি কৃপন তুমি!
পারো না একটা লাইক দিতে?
অনেক অর্থ আছে তোমার,
ভুলিনা স্বীকার করিতে,
অর্থ চাইনি তোমার,
পারতে তো উৎসাহ দিতে?
ধনের রাজ্যে ধনী তুমি
মনের রাজ্যে কতই না কৃপন,
তাইতো পারনি গরীব ব্ন্ধুকে
করে নিতে আপন!!!!
শৈশবে পিছনে ছিলে আমার, তবুও থাকতাম গলায় গলায়,
কর্ম জীবনে আগে গেলে তুমি,
পাশে রাখলে না আমায়,
রাখলে অবহেলায়।