কৃষকের জমির কাগজ না পেয়ে নিজেকে কবর দিল

পিবিএ ডেস্ক: রাজনৈতিক একটি দলের নেতা নিষেধ করার ফলে জমির মালিকানার নথি দিতে রাজি হচ্ছে না ভারতের তেলাঙ্গানার রাজস্ব দপ্তর। বহুবার বলেও কাজ না হওয়ায় বৃহস্পতিবার প্রতিবাদের অভিনব রাস্তা বেছে নিলেন তেলাঙ্গনার মেহবুবাবাদ জেলার বাসিন্দা মেকা সুধাকর রেড্ডি।

তিনি কৃষিকাজের জন্য নিজের হাতেই খনন করা ছয় ফুট গভীর গর্তের মধ্যে নিজেকে অর্ধেক মাটি দিয়ে ভরাট করে কবর দেন। তার অভিযোগ, তারা চার ভাই জেলার রামান্নাগুডেম মন্ডলে ১৫ একর জমির মালিক।

কিন্তু সেই জমির মালিকানার নথি তাদের হাতে দিচ্ছে না রাজস্ব দপ্তর। এর পেছনে রাজনৈতিক একটি দলের নেতার কলকাঠি নাড়ার অভিযোগ করেছেন সুধাকর। আজ তাকে উদ্ধার করেন অন্য স্থানীয় কৃষকরা। সুধাকরের এই প্রতিবাদের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই হইচই পড়ে গেছে। নড়েচড়ে বসেছে প্রশাসন। পুরো ঘটনার তদন্ত করে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন জেলাপ্রশাসক।

আরও পড়ুন...